“গবেষণা করার সময় একজন গবেষক শূন্যস্থান(গুলো) পূরণ করেন, কিন্তু অজান্তেই শূন্যস্থান(গুলো) সৃষ্টিও করেন। পরবর্তী গবেষকগণ সেই নির্দিষ্ট শূন্যস্থান(গুলো) পূরণের চেষ্টা করেন এবং বিদ্যমান জ্ঞানের সাথে নতুন জ্ঞান যুক্ত করেন। ‘গবেষণা’র সৌন্দর্য এমনই!”
- মো. জিয়াউল হক