“একটি সমস্যার সমাধান যদি আরেকটি সমস্যার সৃষ্টি করে, তখন তাকে ‘ঘূর্ণায়মান সমস্যা’ বলে ডাকাই শ্রেয়! যেমন, হ্যামেলিনের বাঁশিওয়ালা শহরটাকে ইঁদুরমুক্ত করেছে ঠিকই, কিন্তু ইঁদুরগুলোকে নদীতে ফেলে মারাত্মক পানি দূষণ ঘটিয়েছে কারণ সেগুলো পানিতে মরে, পচে একাকার হয়ে গিয়েছে! দৃশ্যত শহরের সমস্যা মিটেছে কিন্তু পানি দূষিত হয়ে আরেকটি সমস্যার সৃষ্টি হয়েছে। তাই এটি একটি ‘ঘূর্ণায়মান সমস্যা’!”
- মো. জিয়াউল হক