Md. Ziaul Haque's Quote [মো. জিয়াউল হক এর উক্তি]

সাধারণত চলচ্চিত্র জীবনকে প্রতিফলিত করে কিন্তু এটিকে অবাস্তব দেখায় যখন অভিনেতারা কথা বলা, চিন্তা করা বা কিছু করার সময় ক্যামেরার দিকে না তাকান। বাস্তব জীবনে আমরা সবদিকেই দৃষ্টিপাত করি কিন্তু সিনেমায় অভিনেতারা এটা করেন না। বস্তুত, অভিনেতাগণদের উচিত নয় ক্যামেরার দিকে বারবার তাকানো তবে তারা এটা স্বাভাবিক ভঙ্গিতে করতে পারেন। সুতরাং, সিনেমাকে জীবনের নিখুঁত প্রতিফলন বলা যায় না, যদিও নির্দিষ্ট কিছু ব্যতিক্রম আছে যেখানে অভিনেতারা সরাসরি ক্যামেরায় তাকিয়ে কথা বলেন বা চিন্তা করেন!

 

- মো. জিয়াউল হক

View kingofwords's Full Portfolio
tags: