‘পাঁচপদী কবিতা’ বা ‘ফাইভার্স’ [Fiverse] কি এবং কিভাবে লিখতে হয়?

পাঁচপদী কবিতাবা ফাইভার্স’ [Fiverse: Poems of Five Lines] আমার দ্বারা উদ্ভাবিত কবিতার নতুন একটি ধারা এতে ৫টি লাইন এবং মোট ১৫টি শব্দ আছে ১ম লাইনে ১টি শব্দ; ২য় লাইনে ২টি; ৩য় লাইনে ৩টি; ৪র্থ লাইনে ৪টি এবং ৫ম লাইনে ৫টি শব্দ আছে ১ম ২য় লাইনের অন্ত্যমিল আছে; ৩য় লাইনের কোনও অন্ত্যমিল নেই; ৪র্থ এবং ৫ম লাইনের একে অন্যের সাথে অন্ত্যমিল আছে কবিতার ছকটি হবে এমনঃ ককখগগ [AABCC] লাইনের শেষে কোনও যতিচিহ্ন নেই উদাহরণ নিম্নরূপঃ

 

"ওরে তরুণ ঈশান!"

 

- মো. জিয়াউল হক

 

আন্দোলন


চলুক এখন


ভেঙে হোক চুরমার


প্রলয় নাচুক মর্ত্যে হেসে


মাতো সবে নব সৃষ্টির উল্লাসে