"যখন তুমি সুখী থাকো, তখন তুমি নিজেকে প্রশ্ন করো না- কেন আমি সুখী বা কেন আমার জীবনে সুখ আসে? একইভাবে, যখন তুমি দুঃখী থাকো, তোমার নিজেকে প্রশ্ন করা উচিৎ নয়- কেন আমি দুঃখী বা কেন দুঃখ ছায়ার মত আমার জীবনে আসে? সুখ আর দুঃখ উভয়কেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করো এবং তোমার জীবন স্বাচ্ছন্দ্যময় হবে!"
- মো. জিয়াউল হক