পতাকা উত্তোলন করি

আজ আমরা গর্বিত এবং পাহাড়ের মতো দাঁড়িয়েছি,


পুরো দেশজুড়ে হচ্ছে বিজয় দিবস উদযাপন,


আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা যুদ্ধ করে শহীদ হয়েছে,


তারাই আমাদের অহংকার, সাহস এবং শক্তির উৎস


 

যুদ্ধের অন্ধকার অমাবস্যার মতন,


বহু জনগণ পঙ্গুত্ববরণ করেছে,


কিন্তু জাতি আজ স্বাধীন অবশেষে,


যারা জীবন ত্যাগ করেছেন তাদের জন্য কৃতজ্ঞ সবসময়


     

এই গৌরবময় বিজয় দিবসে

 

আনন্দে আমাদের পতাকা উত্তোলন করি!

View kingofwords's Full Portfolio
tags: