স্বাধীনতার স্পন্দন

যুদ্ধ শেষ সেই কবে, তবু বেদনা রয়ে গেছে,


সাথে আনন্দেরও সীমা নেই কারণ যুদ্ধের পর এসেছে বিজয়,


বাংলাদেশের বিজয়ের এই গৌরবময় দিনে বলতেই হয় আজ,


সেই ঐতিহাসিক নয় মাস অনেক দুঃখ এবং হতাশা দেখেছিল


 

সকলের জন্য আশার আলোকবর্তিকা হয়ে এসেছিল মুক্তিযোদ্ধারা,


অনেক সাধারণ বাঙালি তাদের ডাকে দিয়েছিল সাড়া,


বাঙালি সাহসী পুরুষ এবং মহিলাদের পড়েছিল বাঘের মতো ঝাঁপিয়ে,


আমাদেরকে মুক্ত করে স্বাধীনতার স্পন্দন আনতে ফিরিয়ে


 

এই বিশেষ দিনটি সাহস, বিশ্বাস এবং আনন্দকে স্মরণ করে,


খাদ থেকে ফিনিক্সের মতো উত্থিত একটি নতুন দেশকে স্বাগত জানাই!

View kingofwords's Full Portfolio
tags: