বিজয় দিবস- আমাদের ইতিহাস সাফল্য এবং সংগ্রামের গল্প,
আনন্দ ও আবেগের একটি গল্প,
গৌরবের এই দিনে
আমরা সবাই আমাদের বিজয় উদযাপন করতে দাঁড়াই!
বাংলাদেশের বিজয় দিবস, স্মরণীয় দিন,
আপামর জনগণের হৃদয়ে সর্বদা বাজে স্বাধীনতার বীণ,
আমরা গর্বের সাথে ভবিষ্যতের দিকে তাকাই আজ,
জেনে রাখুক সবে, বীর শহীদের আত্মা মরে না কভু!
আমরা স্বাধীনতাকে চিরন্তন পথ হিসেবে করেছি গ্রহণ,
একটি শক্তি যা আমাদের ভবিষ্যতের পানে নিয়ে যায়,
বীরদের প্রতিটি প্রচেষ্টা ও ত্যাগ আমরাও করি লালন,
বাংলাদেশের বিজয় দিবস, চিরকাল শুভ হোক!