বাংলাদেশের বিজয় দিবস, আনন্দের দিন,
মনে রাখার একটা সময়, যখন স্বাধীন হয়েছিল দেশ,
সালাম সাহসী সৈন্যদের, যারা যুদ্ধ করেছিল সাহস ও বীরত্বের সাথে
এবং জাতিকে করলো মুক্ত, যাতে আর নিপীড়ন দেখতে না হয়।
আমরা প্রতি বছর এই দিনটি করি উদযাপন,
শহীদদের ত্যাগ নয় ভোলার কভু,
হানাদার বাহিনী পড়েছিল মরা গাছের মতো মুখ থুবড়ে,
বাংলাদেশের বিজয় মানে সবার বিজয়!
প্রতিটি রাস্তার কোণেও, বাড়ি থেকে স্বাধীনতার ঘণ্টা বাজছে ঐ,
আমাদের প্রকৃত নায়করা ছিলেন, আছেন, রবেন আজীবন বেঁচে!