তোল রে তোল আওয়াজ,
আগে নামাজ পরে কাজ,
নামাজ বেহেশতের চাবি,
না পড়লে সব হারাবি!
আজানের মিষ্টি সুর শুনে,
যারে তুই মসজিদের পানে,
নামাজ শেষে তুলে হাত,
করিসরে তুই মোনাজাত,
তোল রে তোল আওয়াজ,
আগে নামাজ পরে কাজ,
নামাজ বেহেশতের চাবি,
না পড়লে সব হারাবি!
করবে খোদা আশীর্বাদ,
পূর্ণ হবে তোর সাধ,
দুঃখ শেষে আসবে সুখ,
ফিরবে তোর হাসি মুখ,
তোল রে তোল আওয়াজ,
আগে নামাজ পরে কাজ,
নামাজ বেহেশতের চাবি,
না পড়লে সব হারাবি!