আল্লাহু আকবর সবাই বলো,
খোদার প্রেমে হারাই চলো,
নামাজ পড়ি রোজা রাখি,
বেশি করে তাঁকে ডাকি।
এই দুনিয়ার জাদুর মায়ায়,
পড়িস না কেউ হায়!
দুদিনের এই দুনিয়া,
শুধুই কায়া, শুধুই মায়া,
আল্লাহু আকবর সবাই বলো,
খোদার প্রেমে হারাই চলো,
নামাজ পড়ি রোজা রাখি,
বেশি করে তাঁকে ডাকি।
স্বর্গে যদি যেতে চাও,
ধর্মের পথে পা বাড়াও,
মরণে যাবে না কিছু,
সঙ্গে তোমার পিছুপিছু,
আল্লাহু আকবর সবাই বলো,
খোদার প্রেমে হারাই চলো,
নামাজ পড়ি রোজা রাখি,
বেশি করে তাঁকে ডাকি।