আল্লাহু আল্লাহ্ [গজল – Ghazal]

Folder: 
গজল - Ghazal

আল্লাহু আল্লাহ্‌ তুমি রহিম রহমান,


গাইবোরে গাইবো আজ তোমার গুণগান,


তোমার দয়ায়, তোমার মায়ায়,


 স্বর্গেরই দেখা পাই মক্কা মদিনায়!


 

যাই গেয়ে তাই সুরে সুরে,


পাপ হতে তুমি রাখো দূরে,


ধর্ম আর আলোর পথে,


থাকি যেন দিনে রাতে,


আল্লাহু আল্লাহ্‌ তুমি রহিম রহমান,


গাইবোরে গাইবো আজ তোমার গুণগান,


তোমার দয়ায়, তোমার মায়ায়,


 স্বর্গেরই দেখা পাই মক্কা মদিনায়!


 

আল্লাহ্‌ তুমি আছো বলে,


মোদের মনে শান্তি মিলে,


কষ্ট পেলে আসি ফিরে,


শুধু তোমার দরবারে,


আল্লাহু আল্লাহ্‌ তুমি রহিম রহমান,


গাইবোরে গাইবো আজ তোমার গুণগান,


তোমার দয়ায়, তোমার মায়ায়,


 স্বর্গেরই দেখা পাই মক্কা মদিনায়!

View kingofwords's Full Portfolio