স্বাধীন দেশের স্বাধীন মানুষ [ছড়া]

স্বাধীন দেশের স্বাধীন মানুষ,


আমরা সবাই ভাই,


উড়াই চলো সুখের ফানুস,


নাইরে ভয় নাই!