প্রত্যাশা থাকা খারাপ নয়,
তবে অতি প্রত্যাশা জন্ম দেয় হতাশা,
না পাবার কষ্টের অনলে,
পুড়ে মন হয় ছাই তখন।
যার প্রত্যাশা যতো বেশী,
তার হতাশা ততো বেশী,
জ্ঞানী-গুণীজন বলেছেন তাই,
প্রত্যাশা কম যতো, সুখ পাবে ততো!
মরীচিকার পেছনে অন্ধের মতো ছুটে কোনও লাভ নেই,
বাস্তবতা পাথরের মতন কঠিন অতি!