চলো মিছিলে যাই, যাবে?
চলো অন্যায়ের প্রতিবাদ করি,
চলো সত্যের পথে লড়ি,
চলো বিভেদ ভুলে যাই এগিয়ে।
ভাষা আন্দোলনের মতন,
মুক্তিযুদ্ধের মতন,
অবিচারের মুখে কষাঘাত করি,
চলো নতুন বাংলাদেশ বিনির্মাণ করি।
এসো হে কিশোর, নবীন, প্রবীণ,
এসো নতুন দেশ, নতুন বিশ্ব গড়ি!