মায়ার জগতে, মায়ার খেলা!
ক্ষণিকের মায়ায় সবাই জড়ায়,
জালের ভেতরে মাছের মতন,
শেষ বিদায়ের আগে ছটফট করে তাই!
স্রষ্টার লীলা বোঝা বড় দায়,
স্রষ্টা হাসায়, স্রষ্টা কাঁদায়,
স্রষ্টা মারে, স্রষ্টা বাঁচায়,
নির্জীব পৃথিবীকে স্পিন বলের মতো ঘোরায়!
জাদুর মতন ‘মায়া’ যাচ্ছে ছুঁয়ে হৃদয় হতে হৃদয়,
ঠিক যেন কোভিড-১৯ এর মতন!