নিঃস্বার্থ হও

নিঃস্বার্থ হও, পরোপকার করো,


যেমনটি করতেন হযরত মুহাম্মদ (সাঃ),


যিশু কিংবা বুদ্ধ,


অন্যের উপকারেই সুখ, দৈব প্রশান্তি!


 

দুই দিনের এই দুনিয়ায়,


এতো লোভ, এতো লালসা,


এতো অহংকার, এতো ক্ষমতার দাপট!


কি লাভ এসবে, কি লাভ?


 

নিঃশ্বাসের নেই কোনও বিশ্বাস!


খাঁচার পাখি উড়াল দিলেই শেষ, সব শেষ!

View kingofwords's Full Portfolio