দুষ্টের দমন করো,
শিষ্টের করো পালন,
দুঃখীর তরে হাতটা বাড়াও,
প্রিয় নবীর মতন নিঃস্বার্থ হয়ে কাজ করে যাও!
ফলের আশায় থেকো না বসে,
করলে ভালো কাজ তুমি,
পাবে ফল ঠিকই এ ধরায়,
নয়তোবা ওপারে!
শুধু একটু ধৈর্যের অপেক্ষা,
শুধু একটু ধৈর্যের অপেক্ষা!