লোকে বলে, ধৈর্যের ফল মিষ্টি হয়,
কথাটি মিথ্যে নয়,
পবিত্র কোরআনে আছে, “তোমরা ধৈর্য ধারণ করো...”
ধৈর্য আর সময়ের মতন মহৌষধ কমই আছে!
ধৈর্যে সম্পর্কে লাগে জোড়া,
ধৈর্যে সারে মনের যতো ক্ষত,
ধৈর্যের কোনও বিকল্প নেই,
ধৈর্যেই মুক্তি, ধৈর্যেই শান্তি।
এসো স্রষ্টায় রাখি বিশ্বাস, এসো ধৈর্য ধরি,
সুপথে চলি, মানুষের কল্যাণ করি।