মনের জানালা খুলে দাও,
আলোর প্রবেশে দিও না বাধা,
তুমি আলোকিত মানুষ হলে,
সমাজ ও দেশ হবে জাগ্রত, হবে উন্নত!
গাছ ছাড়া মরুভূমি যেমন,
বিবেক ছাড়া মানুষ তেমন,
এসো করি তাই বিবেকের চাষ,
সত্য বলি, জাগাই মনুষ্যত্ব।
লোভ, লালসা, স্বার্থপরতার খোলস ছেড়ে,
এসো বিবেকের ডানায় ভর করে বিহঙ্গের মতন উড়ি!