কিছু অর্জনের তরে

মাঝেমাঝে কিছু অর্জনের তরে,


নিয়মের শৃঙ্খল ভাঙা অপকর্ম নয়,


১৯৫২ সালে ভাষা সৈনিকেরা ভেঙেছিল নিয়ম,


নেমেছিল রাজপথে বাংলা ভাষার প্রতি ভালোবাসায়।


 

যে নিয়ম মানুষের টুটি চিপে ধরে,


যে নিয়ম সৃষ্টি করে বৈষম্য,


যে নিয়ম ঘৃণার জন্ম দেয়,


তাকে আবর্জনার মতন ছুড়ে ফেলো!


 

মানুষ আগে, মানবিকতা আগে, অধিকার আগে,


নিয়ম কখনোই মানুষের অধিকারের চেয়ে বড় হতে পারে না!

View kingofwords's Full Portfolio