পরিবর্তন প্রয়োজন, পরিবর্তন প্রাকৃতিক,
সময়ের অপ্রতিরোধ্য ধারাবাহিকতায়,
ঋতু আসে, ঋতু যায়,
বীজ হয় চারা, চারা হয় গাছ।
পরিবর্তন আছে বলেই প্রকৃতি সুন্দর,
পরিবর্তন আছে বলেই জীবন সুন্দর,
পরিবর্তন আছে বলেই আশা আছে,
পরিবর্তন আছে বলেই ভালোবাসা আছে।
অন্যায্যতা দেখলে বিদ্রোহ করো নজরুলের মতন,
রবি ঠাকুরের মতন অন্যায়কে করো ঘৃণা।