পাহাড়সম মনোবল ছিল তাদের,
লোহার মতন কঠোরতা,
অনলের মতন জ্বলছিল মন,
বাংলা ভাষাকে বাঁচাতে!
সিংহের মতন গর্জনে,
বজ্রের মতন ক্ষিপ্রতায়,
হিমাদ্রির মতন শির উঁচিয়ে,
বীর বাঙালি ভূমি কাঁপিয়ে গেলো হেঁটে।
পাকিস্তানী কাপুরুষের দল করলো গুলি,
ভাষা সৈনিকগণ দিলো প্রাণ হাসিমুখে জলাঞ্জলি!