তোর প্রেমের সাগরে,
মাতাল ঢেউ উঠেরে,
মিশে নয়নে নয়ন,
মনের সাথে মন!
বাসবো ভালো তোরে,
অনেক যতন করে,
বাঁধবো মায়ার ঘর!
গড়বো সুখের বাসর,
তোর প্রেমের সাগরে,
মাতাল ঢেউ উঠেরে,
মিশে নয়নে নয়ন,
মনের সাথে মন!
হাতটি রেখে হাতে,
চলবো দিনে রাতে,
মনের গহীন কোণে,
যাবো স্বপ্ন বুনে,
তোর প্রেমের সাগরে,
মাতাল ঢেউ উঠেরে,
মিশে নয়নে নয়ন,
মনের সাথে মন!