জানিয়ে দাও তুমি আবারো!
দেখিয়ে দাও তুমি পারো!
মেনো না কভু হার,
জয় হবেই হবে তোমার!
আছে বিশ্বাস মনে,
দাও ছড়িয়ে জনে জনে,
স্বপ্ন ডাকছে তোমায়,
থেকো না হতাশায়,
জানিয়ে দাও তুমি আবারো!
দেখিয়ে দাও তুমি পারো!
মেনো না কভু হার,
জয় হবেই হবে তোমার!
করোনাকো ভয়,
আঁধার যায় কেটে নিশ্চয়,
মেলে মনের ডানা,
যাও পেরিয়ে সীমানা,
জানিয়ে দাও তুমি আবারো!
দেখিয়ে দাও তুমি পারো!
মেনো না কভু হার,
জয় হবেই হবে তোমার!