‘জীবন’ নামক মঞ্চ নাটকে,
কভু ভালোবাসা পাই, কভু হারাই,
কভু বন্ধুর মতন কাছে আসে কেউ,
কভু শত্রুর মতন যায় সরে দূরে।
কভু সূর্যের মতন হাসি,
কভু অমাবস্যার মতন আঁধারে সাঁতরাই,
জীবনের গাড়ি চলে জীবনের নিয়মে,
হয় জন্ম, হয় মৃত্যু...
জীবনের বিরুদ্ধে যাওয়ার ঠেঁটাম নেই আমার,
আনন্দ বেদনায় ভরা এই সমুদ্রে গা ভাসানোই শ্রেয়!