যে নামেই ডাকো [অন্ত্যমিলহীন দশপদী কবিতা - Unrhymed Poetenry: Poem of Ten Lines]

প্রেমিক, লোফার, ইতর, কামুক, লম্পট,


যে নামেই ডাকো না কেন,


তোমার প্রতি আমার ভালোবাসার,


একটুও কমতি হবে না!


 

ভালোবাসি তোমায় উন্মাদের মত!


ভালোবাসি তোমার প্রতিটি কথা,


হাসি, তাকানো, লাজে মুখ ঢাকা,


মিহি স্তন, ঢেউখেলানো দেহ!


 

তোমার সুমিষ্ট ঠোঁট নিয়ে আমি মহাকাব্য লিখবো,


শুধু তোমারই প্রেমে মশগুল রবো মজনুর মতন!

View kingofwords's Full Portfolio