আশার সাগরে ভেসে,
কভু কেঁদে, কভু হেসে,
কভু গাছের মত মুখ থুবড়ে পড়ে,
চলেছি জীবনভেলায় চড়ে!
কিনারের দেখা পেয়েও হারাই,
যাত্রাপথে মূর্তির মতো থমকে দাঁড়াই!
ললাটে জমে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা,
তবুও থামে না ছোটা!
দেহে নদীর মতো বয়ে চলা রক্তপ্রবাহের মতো,
আমি অনন্তকাল সচেষ্ট রবো, অবিরত!