যাই যেতে সবাইকে ছাড়িয়ে,
নয় ঐ অনন্ত আকাশের মতন,
তারার মতন করে,
রবে উন্নত শির এভারেস্টের মতো!
কখনো মনে হয় পারবো,
কখনো মনে হয় ‘না’!
প্রচেষ্টার নেই ত্রুটি কোনও,
ধরণীর ঘূর্ণনের মতোই যাচ্ছি এগিয়ে সদা!
কণ্টকাকীর্ণ পথে, স্বপ্ন বুনে চোখে,
স্বপ্ন ছোঁয়ার সাধে, চড়ে স্বপ্নলোকের রথে!