অকস্মাৎ এভাবে তোমার কল পাবো ভাবিনি!
তুমি দেখা করতে চাইলে একান্তে, সঙ্গোপনে,
‘না’ বলতে পারিনি, তোমায় কাছে পেতে,
ইচ্ছেমতন স্পর্শ করার, ভালোবাসার লোভে!
তুমি এলে, আমি পারিনি চোখ সরাতে!
কি নিখুঁত ঠোঁট, নয়ন, সুডৌল স্তন, ঈর্ষাজাগানিয়া নিতম্ব!
যেন অপ্সরা মেনকা, যেন খাজুরাহোর নিটোল প্রতিমা!
অপার বিস্ময়ে, মাদকতায়, কামনায় তোমায় স্পর্শরত আমি!
উষ্ণ আলিঙ্গনে, স্বর্গীয় সুখে ‘সময়’ গেলো যেন থমকে!
সর্পের মতন জড়িয়ে একাকার দুজন দুজনাতে!