সুন্দর তুমি তারার মতো,
চাঁদের মতন তোমার হাসি,
দেখতে তোমায় একটু অন্তত,
বারান্দায় ছুটে আসি!
তোমার মন কি আমার মতন,
করে উচাটন?
চায় কি বেলা অবেলায়,
দেখতে তোমায়?
সুন্দর তুমি তারার মতো,
চাঁদের মতন তোমার হাসি,
দেখতে তোমায় একটু অন্তত,
বারান্দায় ছুটে আসি!
হারাই যদি কোনও কালে,
তোমায় ফেলে,
খুঁজবে কি আমায় তবে,
এ ভবে?
সুন্দর তুমি তারার মতো,
চাঁদের মতন তোমার হাসি,
দেখতে তোমায় একটু অন্তত,
বারান্দায় ছুটে আসি!