এই কবিতাটির নামটি পড়েই কেমন যেন সুড়সুড়ি লাগে!
যেন অবদমিত যৌনতার পালে লাগে মাতাল সমীরণ, তাই না?
যৌনতা স্বাভাবিক, যৌনতা প্রাকৃতিক,
যৌনতা বংশবিস্তারের তরে, অন্যথায় আনে বেদনা!
মিশে যায় ঠোঁট ঠোঁটের সাথে,
মিশে যায় শ্বাসের সাথে শ্বাস,
মিশে যায় দেহের সাথে দেহ,
ঘটে কামনার, বাসনার নগ্ন বহিঃপ্রকাশ!
গ্যালাক্সির সাথে গ্যালাক্সির আলিঙ্গনের মতন,
কামুক দেহদ্বয় মিশে হয় বিলীন তখন!