শুন্য থেকে শুরু করে,
শুন্যেই যাবো সবে ফিরে!
কিসের এতো অহংকার হায়,
নাজুক এই বসুন্ধরায়!
এতো টাকা এতো কড়ি,
এতো এতো ঘর বাড়ি,
যাবে না সঙ্গে হায়রে,
আঁধার ভরা ঐ কবরে,
শুন্য থেকে শুরু করে,
শুন্যেই যাবো সবে ফিরে!
কিসের এতো অহংকার হায়,
নাজুক এই বসুন্ধরায়!
অন্যের ঘর অন্যের বাড়ি,
তুমি করো বাহাদুরি!
পরের জমি চাষ করে,
যাই সবে পরপারে,
শুন্য থেকে শুরু করে,
শুন্যেই যাবো সবে ফিরে!
কিসের এতো অহংকার হায়,
নাজুক এই বসুন্ধরায়!