আবার কবে দেখা হবে?
স্বর্গসুখে ঘর জুড়োবে,
ঘুরবো যখন যেথায় খুশি!
মুখে মুখে ফিরবে হাসি!
বন্দী মানুষ পাখির মতন,
মুক্তির ফানুশ উড়াবে বলে,
আছে চেষ্টায় সারাক্ষণ,
কষ্ট যাবে অতলে চলে,
আবার কবে দেখা হবে?
স্বর্গসুখে ঘর জুড়োবে,
ঘুরবো যখন যেথায় খুশি!
মুখে মুখে ফিরবে হাসি!
বিপদ আসে বিপদ যায়,
মনে রেখো শক্তি সবে,
রাখো তাকে জড়িয়ে আশায়,
দুঃখের পায়রা উড়ে যাবে,
আবার কবে দেখা হবে?
স্বর্গসুখে ঘর জুড়োবে,
ঘুরবো যখন যেথায় খুশি!
মুখে মুখে ফিরবে হাসি!