বহুদিন পর ফুটলো হাসি,
ঠোঁটের কোণে চাঁদের মত,
আগের মতই ভালোবাসি,
মায়ায় হবে মাথানত।
তোমার ঐ হাসির তরে,
ফুটে ফুল সোনালি ভোরে,
গায় পাখি গান সুরে,
যায় মন তোমাতে উড়ে!
বহুদিন পর ফুটলো হাসি,
ঠোঁটের কোণে চাঁদের মত,
আগের মতই ভালোবাসি,
মায়ায় হবে মাথানত।
তোমায় একটু দেখবো বলে,
যাই আমি ছুটে চলে,
স্নিগ্ধ তোমায় দেখি যখন,
ঘুড়ি হয়ে উড়ে মন,
বহুদিন পর ফুটলো হাসি,
ঠোঁটের কোণে চাঁদের মত,
আগের মতই ভালোবাসি,
মায়ায় হবে মাথানত।