মনের দুয়ার খোলো,
প্রাণখুলে কথা বলো,
দু হাত বাড়িয়ে দাও,
জীবনের গান গাও।
এসো হাঁটি পথ,
নিয়ে মনে শপথ,
যাই এগিয়ে যাই,
সমুখে দুপা বাড়াই।
মনের দুয়ার খোলো,
প্রাণখুলে কথা বলো,
দু হাত বাড়িয়ে দাও,
জীবনের গান গাও।
এসো ক্লান্তি ভুলে,
দু নয়ন খুলে,
স্বপ্নের ডানা মেলি,
দেশের কথা বলি,
মনের দুয়ার খোলো,
প্রাণখুলে কথা বলো,
দু হাত বাড়িয়ে দাও,
জীবনের গান গাও।