যদি না বাসবে ভালো,
যদি না ছড়াবে আলো,
তবে কেন এই ছলনা?
বলো না আমায় বলো না?
কি ছিল অপরাধ আমার,
তোমাকে ভালোবাসার?
কাছে এসে গেলে চলে,
আমায় কিছুই না বলে,
যদি না বাসবে ভালো,
যদি না ছড়াবে আলো,
তবে কেন এই ছলনা?
বলো না আমায় বলো না?
কি যে খেলায় মেতেছো?
আমাকে কষ্ট দিচ্ছ,
ছলনার ফল ভালো নয়,
বুঝবে তুমি বুঝবে নিশ্চয়,
যদি না বাসবে ভালো,
যদি না ছড়াবে আলো,
তবে কেন এই ছলনা?
বলো না আমায় বলো না?