কোন ভুলে, জীবনের সুতো খুলে,
হারালে কোন সে আড়ালে?
জানতাম যদি একটিবার আমি!
সে আশায় কষ্টের সাগরে নামি।
যদি চাইতে একটিবার ফিরে,
যদি গাইতে সে গান সুরে,
ধরে হাত কাটাতে রাত,
দেখে ঐ সুখের প্রভাত,
কোন ভুলে, জীবনের সুতো খুলে,
হারালে কোন সে আড়ালে?
জানতাম যদি একটিবার আমি!
সে আশায় কষ্টের সাগরে নামি।
আমি মানতে পারি না হায়,
হারালো সুখ কোন অজানায়?
স্মৃতি হায় ভাবায় আমায়,
একা আমি অসহায়,
কোন ভুলে, জীবনের সুতো খুলে,
হারালে কোন সে আড়ালে?
জানতাম যদি একটিবার আমি!
সে আশায় কষ্টের সাগরে নামি।