জানালার বাইরে, গলির কিনারে,
একটি ছেলে ঠায় দাঁড়িয়ে,
আশা নিয়ে মনে আহারে,
আসবে মেয়েটি ফিরে, দেখবে তাকিয়ে!
কতো রাত কাটে প্রতীক্ষায়,
কতো দিন প্রেমের বেদনায়,
কতোবার চাইলেও পারেনি সে,
মুখ ফুটে বলতে তাকে সে ভালোবাসে!
জানালার বাইরে, গলির কিনারে,
একটি ছেলে ঠায় দাঁড়িয়ে,
আশা নিয়ে মনে আহারে,
আসবে মেয়েটি ফিরে, দেখবে তাকিয়ে!
তবু একটু দেখার আশায়,
গলির মুখে সে দাঁড়ায়,
শতবার মরতেও রাজি সে,
দেখলে মেয়েটি তাকে একটু হেসে!
জানালার বাইরে, গলির কিনারে,
একটি ছেলে ঠায় দাঁড়িয়ে,
আশা নিয়ে মনে আহারে,
আসবে মেয়েটি ফিরে, দেখবে তাকিয়ে!