এই নিরালায়, সন্ধেবেলায়,
দুচোখ বুজে ভাবছি তোমায়,
গেছো তুমি দূরে চলে,
আমায় শুধু একলা ফেলে।
রেখে হাত কারো হাতে,
পাও যদি সুখ তাতে,
করবো না দুঃখ হায়!
ভাববো না আমি অসহায়।
এই নিরালায়, সন্ধেবেলায়,
দুচোখ বুজে ভাবছি তোমায়,
গেছো তুমি দূরে চলে,
আমায় শুধু একলা ফেলে।
ভুলেও কি কভু আমি,
তোমার স্বপ্নে এসে নামি?
একটুও কি ভাবো আমায়?
মনটা আমার জানতে চায়,
এই নিরালায়, সন্ধেবেলায়,
দুচোখ বুজে ভাবছি তোমায়,
গেছো তুমি দূরে চলে,
আমায় শুধু একলা ফেলে।