লাল-সবুজ [অন্ত্যমিলহীন দশপদী কবিতা - Unrhymed Poetenry: Poem of Ten Lines]

প্রিয় বাংলার সবুজ গায়ে,


লেগেছে রক্তের দাগ,


ভেবেছে ওরা বুলডোজারের মত দেবে মনোবল গুঁড়িয়ে,


হাড়েহাড়ে পেয়েছে টের- কতো ধানে কতো চাল!


 

মুক্তির তরে ধরলো অস্ত্র হাতে,


দিতে শক্ত জবাব চরম অন্যায়ের,


পায়নি পার কেউ ১৯৫২-তে,


পায়নি ১৯৭১-এ!


 

হলো স্থান ওদের ইতিহাসের ঘৃণিত অধ্যায়ে,


দেশ স্বাধীন করে মুক্তিযোদ্ধারা বসলেন স্রদ্ধা ও আবেগের মসনদে!

View kingofwords's Full Portfolio