ওরে খোকা! যাস কোথায় এই অবেলায়?
মাগো, দেশের গা বেয়ে বৃষ্টির মত রক্ত ঝরছে যে,
তুমি কি দেখছো না মাগো?
রক্তাক্ত মা ডাকছে ঐ, আমায় যেতে দাও!
হানাদার বাহিনীদের আস্পর্ধা দেখো!
করছে হায়েনাদের মতন যা ইচ্ছে তাই!
নিরীহ বাঙালিদেরকে পিঁপড়ের মত পিষতে চায়,
ওরা ভুলে গেছে হয়তোবা, বাঙালিরা অন্যায়ের কাছে হারে না।
আমি আবারো ফিরে আসবো মা, উড়ন্ত স্বাধীন পাখির মত,
বাধা দিও না আমায়, যেতে দাও আমায়, আমাকে যেতেই হবে!