যায় দুচোখ যেদিক পাণে,
দেখি তোমায় সবখানে,
আছো তুমি হৃদয় জুড়ে,
মন থাকে তোমাতে পড়ে।
বাংলা মায়ের কোলে,
মায়ের সবুজ আঁচলে,
স্বপ্ন খুঁজে পাই,
সুখের স্বর্গ সাজাই,
যায় দুচোখ যেদিক পাণে,
দেখি তোমায় সবখানে,
আছো তুমি হৃদয় জুড়ে,
মন থাকে তোমাতে পড়ে।
তোমার বাঁধন ফেলে,
কভু দূরে গেলে,
মন কাঁদে হায়,
শুধু তোমার মায়ায়,
যায় দুচোখ যেদিক পাণে,
দেখি তোমায় সবখানে,
আছো তুমি হৃদয় জুড়ে,
মন থাকে তোমাতে পড়ে।