এ দেশ তোমার আমার [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

এ দেশ তোমার আমার,


ছোট বড় সবার,


যুদ্ধ জয়ের পরে,


মা স্বাধীন করেছি তোরে!


বাংলাদেশ তুমি এগিয়ে যাও,


নাও জয় ছিনিয়ে নাও!


 

মা তোরই বুকের মাঝে,


আছে সুখ কি যে,


পারি না বোঝাতে তা,


তোর তরে স্বাধীনতা,


মনের জানালা খুলে দাও,


বাংলাদেশ তুমি এগিয়ে যাও,


নাও জয় ছিনিয়ে নাও!


 

মাগো তোর পায়ের কাছে,


আছে স্বর্গের সুখ আছে,


সবুজ শাড়ি জড়ায়ে গায়ে,


যাও মাগো আমায় ছুঁয়ে,


তুমি বিস্ময় ছড়িয়ে যাও,


বাংলাদেশ তুমি এগিয়ে যাও,


নাও জয় ছিনিয়ে নাও!


 

এ দেশ তোমার আমার,


ছোট বড় সবার,


যুদ্ধ জয়ের পরে,


মা স্বাধীন করেছি তোরে!


বাংলাদেশ তুমি এগিয়ে যাও,


নাও জয় ছিনিয়ে নাও!

View kingofwords's Full Portfolio