নির্ভীক জাতি [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

বাঙালি কভু ডরে না ভীতুর মত,


বাঙালির সাহস আকাশছোঁয়া,


বাঙালির শির এভারেস্টের মত উন্নত,


বাঙালির মনোবল ছড়ায় ভীষণ মায়া!

 


নির্ভীক মোরা জাতি হিসেবে,


হয় না অন্যায়ের কাছে মোদের মাথা নত,


হারাতে পেরেছে মোদের কে কবে?


দেশের তরে জীবন দিয়ে জিতেছি সতত।


 

বাংলাদেশ তোমায় ভালোবাসি,


তোমার কাছেই ফিরে ফিরে আসি!

View kingofwords's Full Portfolio