যাচ্ছি চলে বহুদূরে,
যদি না আসি ফিরে,
চোখেরই আড়াল হলে,
যাবে কি আমায় ভুলে?
যায় কি সব ভোলা?
যায় কি মোছা স্মৃতির ঢেউ?
সময়ের যত আজব খেলা,
বুঝেনি সবে, বুঝবে না কেউ!
যাচ্ছি চলে বহুদূরে,
যদি না আসি ফিরে,
চোখেরই আড়াল হলে,
যাবে কি আমায় ভুলে?
বেসেছি ভালো শুধু তোমায়,
পড়বো না প্রেমে বারবার,
তোমার টানে, তোমার মায়ায়,
হবো আমি ঠিকই মজনু আবার!
যাচ্ছি চলে বহুদূরে,
যদি না আসি ফিরে,
চোখেরই আড়াল হলে,
যাবে কি আমায় ভুলে?