স্পর্শফোনে হয় কথা,
শেয়ার করি দুঃখ গাঁথা,
সুখ পেলে বলি তাও,
আমায় আপন করে নাও!
আত্মা ছাড়া দেহ যেমন,
তুমি ছাড়া আমি তেমন,
লাগে না যে কিছুই ভালো,
তুমি আমার আশার আলো!
স্পর্শফোনে হয় কথা,
শেয়ার করি দুঃখ গাঁথা,
সুখ পেলে বলি তাও,
আমায় আপন করে নাও!
দুঃখ যত যাই ভুলে,
শুধু তুমি কাছে এলে,
মনের মাঝে যে ছবি আঁকা,
যায় সেথায় তোমায় দেখা,
স্পর্শফোনে হয় কথা,
শেয়ার করি দুঃখ গাঁথা,
সুখ পেলে বলি তাও,
আমায় আপন করে নাও!