যদি না পারো সুখ দিতে,
যদি না পারো হাসাতে,
কষ্ট দিও না,
এ মন ভেঙো না!
আমিতো ভাঙ্গিনি মন তোমার,
ছিল যা এই মনে আমার,
দিয়েছি সবই উজাড় করে,
তোমার ঐ মনেরই ঘরে,
যদি না পারো সুখ দিতে,
যদি না পারো হাসাতে,
কষ্ট দিও না,
এ মন ভেঙো না!
ছিল স্বপ্ন কত বুকে,
কাটাবো জীবন সুখে দুঃখে,
তবু গেলে কোথায় হারিয়ে?
মন মন্দিরে তালা লাগিয়ে,
যদি না পারো সুখ দিতে,
যদি না পারো হাসাতে,
কষ্ট দিও না,
এ মন ভেঙো না!