আমার প্রার্থনা যত,
তোমায় ঘিরে সতত,
তুমি জেনেও জানো না,
তুমি বুঝেও বোঝো না!
বুঝবে যেদিন তুমি,
রইবো না আর আমি,
থাকবে পড়ে স্মৃতি,
সুখময় অনুভূতি!
আমার প্রার্থনা যত,
তোমায় ঘিরে সতত,
তুমি জেনেও জানো না,
তুমি বুঝেও বোঝো না!
আমার জীবন জুড়ে,
থাকবে সদা মনের ঘরে,
তুমি শুধু তুমি,
আমার স্বপ্ন দামী!
আমার প্রার্থনা যত,
তোমায় ঘিরে সতত,
তুমি জেনেও জানো না,
তুমি বুঝেও বোঝো না!