যদি জানতে চাও,
কতোটা ভালোবাসি,
তবে হাতটা দাও,
বসো পাশাপাশি।
ভুলেও কভু ছেড়ে যেও না,
তুমি ছাড়া বাঁচতে পারবো না,
গেলে তুমিই চলে কখনো দূরে,
খাঁচা ছেড়ে আত্মা যাবে উড়ে,
যদি জানতে চাও,
কতোটা ভালোবাসি,
তবে হাতটা দাও,
বসো পাশাপাশি।
তোমায় পেয়ে স্বর্গ পেয়েছি হাতে,
কথা দাও আমাকে থাকবো একসাথে,
জীবনে মরণে শুধু তোমাকেই চাই,
তুমি ছাড়া আমার কেউ নাই,
যদি জানতে চাও,
কতোটা ভালোবাসি,
তবে হাতটা দাও,
বসো পাশাপাশি।